কুমিল্লায় বিবাদ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে মারা গেলেন রাজিব নামের এক যুবক। তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। শনিবার (১৫আগস্ট) লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে নগরীর ডিগাম্বরীতলা এলাকায়। নিহত রাজিব হাসান বজ্রপুর এলাকার শাহীনের ছেলে। তিনি পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৪ আগস্ট) রাতে নগরীর বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ডিগাম্বরীতলা এলাকায় পলাশ, রকি ও অখির সঙ্গে রিয়াদ নামে এক যুবকের বাকবিতণ্ডা হয়। পরে রিয়াদের পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন রাজিব। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে রাজিবকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, এখন পর্যন্ত আমরা দুইজনকে আটক করেছি। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এলাকাবাসী জানায়, ঘাতকরা মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।