আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধনি। নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম আইডিতে এই ঘোষণা দেন ভারতকে আইসিসির সবকটি ইভেন্টের শিরোপা জেতানো এ তারকা ক্রিকেটার।
ভারতের হয়ে খেলার বিভিন্ন সময়ের স্থিরচিত্র ভিডিও আকারে প্রকাশ করে ক্যাপশনে ধোনি লেখেন, ধন্যবাদ, ক্যারিয়ার জুড়ে আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। ৭ টা ২৯ থেকে আমাকে রিটায়ার্ড ভেবে নিয়েন।
View this post on Instagram
Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired
আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৩৮ টি ম্যাচ খেলেছেন মাহেন্দ্র সিং ধোনি। রান করেছেন ৪৪.৯৬ গড়ে ১৭২৬৬। ১০৮ টি ফিফটির সাথে আছে ১৬ টি সেঞ্চুরি। উইকেটের পেছনে ৮২৯ টি ডিসমিসালের মালিক ধোনি, ক্যাচ ধরেছেন ৬৩৪ টি, স্টাম্পিং করেছেন ১৯৫ টি।
আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে অবশ্য খেলবেন ধোনি।