থাইল্যান্ডে মদ পান করে বিবস্ত্র হয়ে হাঙ্গামা বাধিয়েছেন এক বাংলাদেশি তরুণী। স্থানীয় একটি বৌদ্ধ মঠে মাতলামি করার সময় তাকে উদ্ধার করে মানসিক হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় থাইল্যান্ডের উত্তরাঞ্চলে চিয়াং মাই এলাকার একটি বৌদ্ধ মঠে এ ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলিমেইলের খবরে বলা হয়েছে, ওই তরুণীর নাম ফারাহ হক, বয়স ২৮ বছর।
ডেইলিমেইল ওই ঘটনার ভিডিওসহ প্রতিবেদন প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, মাতাল অবস্থায় বৌদ্ধদের ধর্মস্থানটির গেটে দাঁড়িয়ে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় কুরুচিকর ভাষায় চিৎকার করছিলেন ফারাহ হক।
তখন স্থানীয়রা এবং মঠের দায়িত্বে থাকা লোকজন তাকে সেখান থেকে চলে যেতে বললে তিনি তাদের গালিগালাজ করেন। পরে তারা পুলিশ ডাকে। পুলিশ এসে ওই তরুণীকে আটক করে স্থানীয় সুয়ান প্রুং মানসিক রোগীদের হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানিয়েছে, অতিরিক্ত মদ্যপানের কারণেই তিনি এমন আচরণ করছিলেন। নেশার ঘোরেই শরীরের সব পোশাক খুলে ফেলেছিলেন তিনি।