কুড়িগ্রাম প্রতিনিধি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুড়িগ্রামে মৌন শোক অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় শহরের শহীদ মিনার এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু রবি বোস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এসএম ছানালাল বকসী, উপাধ্যক্ষ উদয় শঙ্কর চক্রবর্তী, বাবু দুলাল চন্দ্র রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, ফাল্গুনী তরফদার, অপু সরকার প্রমুখ।
এ কর্মসূচী থেকে জাতির জনকের আত্মার শান্তি কামনাসহ বঙ্গবন্ধু হত্যার পলাতক আসামীদেরকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবী জানানো হয়।