আইসিসির নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৯ অক্টোবর। এর আগেই নিজেকে ঝালাই করে নেবার কাজ শুরু করবেন সাকিব আল হাসান। শুরুতে কথা ছিল, যুক্তরাষ্ট্র থেকে ইংল্যান্ডে গিয়ে করবেন সে অনুশীলন। কিন্তু এখন সিদ্ধান্ত বদলে দেশে ফিরছেন এই অলরাউন্ডার। সেপ্টেম্বরের শুরু থেকে বিকেএসপিতে অনুশীলন করবেন সাকিব।
‘এ মাসের শেষে সাকিব দেশে ফিরছে। আমার সঙ্গে ওর কথা হয়েছে। বিকেএসপিতে অনুশীলন করতে চায়। আমাদের পুরনো ছাত্র ও। বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। সাকিব বিকেএসপিতে অনুশীলনের সুযোগ চেয়েছে, আমরা খুশিমনেই ওকে সব সহযোগিতা করব’— জানিয়েছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।
ইংল্যান্ডে সাকিব আপাতত অনুশীলন করছেন না বলেও জানান তিনি, ‘ইংল্যান্ডের অংশটি আপাতত বাদ রেখেছে। দেশে ফিরে বিকেএসপিতে অনুশীলনের কথাই ও বলল।’
আইসিসির নিষেধাজ্ঞা অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ফ্যাসিলিটিজ ব্যবহার করতে পারবেন না সাকিব। সে কারণেই দেশে ফিরলেও শেরে বাংলা স্টেডিয়ামমুখী হচ্ছেন না। বিকেএসপিতে তাঁর অনুশীলনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ফাহিম, ‘এটি বিসিবির কোনো ফ্যাসিলিটিজ নয়। এখানে অনুশীলন করায় তাই ওর কোনো বাধা নেই। ও ফিটনেস নিয়ে কাজ করবে। আমাদের কোচরা আছেন। ব্যাটিং-বোলিং অনুশীলনেও সাকিবকে সাহায্য করা হবে।’
সাকিবের মাঠে ফেরার লড়াইটা তাই শুরু হচ্ছে আঁতুড়ঘর বিকেএসপি থেকেই।