যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে মারা যায় তিন কিশোর।
নিহতরা হলো বগুড়ার নাঈম হোসেন, খুলনার পারভেজ হাসান ও রাসেল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে তাদের মধ্যে সংঘর্ষ হয়। সেসময় কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় পায়। আরেকজনকে আহত অবস্থায় সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
কোতয়ালি থানা পুলিশ জানায়, ওই কেন্দ্রে কিশোর আসামিদের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিষয় নিয়ে তারা গত সপ্তাহে একবার সংঘর্ষে লিপ্ত হয়েছিল। তবে কেন্দ্র কর্তৃপক্ষ তার সমাধান করলেও