বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে ২৯ অক্টোবর। এদিকে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ। যদিও বর্তমান করোনা পরিস্থিতিতে এখনো কোনো কিছুই নিশ্চিত হয়নি। তবে শ্রীলঙ্কা সফর শুরু হতে হতে নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরবেন বলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে।
বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, সাকিবকে ফিটনেস পরীক্ষা এবং ম্যাচ-অভিজ্ঞতার মতো বিষয় পেরুতে হবে। তবে কোভিড পরিস্থিতির কারণে দলের অন্যদের সাথে সাকিবের পার্থক্য খুব বেশি নয়। তার মতো খেলোয়াড় এসব কাটিয়ে উঠতে পারবে।
সেপ্টেম্বর থেকেই বিকেএসপিতে অনুশীলন শুরু করার কথা রয়েছে সাকিবের। নিষেধাজ্ঞা শেষের আগে শিক্ষামূলক বা পুনর্বাসনমূলক কর্মকাণ্ড ছাড়া কোনো ম্যাচ খেলতে পারবেন না বিশ্বের অন্যতম এই অলরাউন্ডার।
শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন কাটানো, এরপর প্রস্তুতি ম্যাচ। আপাতত আলোচনা রয়েছে তিন টেস্টের সঙ্গে, তিনটি টি-টোয়েন্টি অথবা দুই টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ আয়োজন করা। সবমিলিয়ে হিসাবটা ব্যাটে বলে মিলে গেলে শ্রীলঙ্কা সফরেই ক্রিকেটে ফিরতে পারেন সাকিব।