আবারো মা হচ্ছেন করিনা কাপুর খান। সইফ আলি খানের জনসংযোগ টিমের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, খান পরিবারে নতুন অতিথি আসছে। অর্থাৎ ফের বাবা হচ্ছেন সইফ আলি খান। সইফ, করিনার ভক্ত এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানানো হয়েছে পিআর টিমের তরফে।
২০১৬ সালের ডিসেম্বর জন্ম হয় সাইফ-কারিনা দম্পতির প্রথম সন্তান তৈমুর আলি খানের। জন্মের পর থেকে তৈমুরের বেড়ে ওঠা, সবকিছুকেই সেলিব্রেট করতে শুরু করেন দুই তারকার ভক্তরা।