বিশ্বজুড়ে চলমান করোনা প্রকোপে এবার এই ভাইরাসের আঁতুড়ঘর হিসেবে পরিচিত চীনে নতুন করে আরও ৪৯ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এর আগে গতকাল ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন।
আজ সোমবার দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ৩৫ জন বাইরে থেকে সংক্রমিত হয়েছেন। নতুন করে কেউ মারা যান নি। করোনার লক্ষণযুক্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এর একদিন আগে এ সংখ্যা ছিল ১১।
উল্লেখ্য, এ পর্যন্ত দেশটিতে ৮৪ হাজার ৭১৭ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।