ভারেতর অন্ধ্র প্রদেশে কোভিড ওয়ার্ডে আগুন লেগে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন।
রোববার (৯ আগস্ট) ভোর ৫টার দিকে আগুন লেগেছে বলে জানা যায়।
অন্ধ্র প্রদেশের কৃষ্ণার জেলা শাসক মহম্মদ ইমতিয়াজ জানান, ভোর ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে ধারণা করা যাচ্ছে। হোটেল থেকে ২২ জন রোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আসলেও, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে,ওই হোটেলে ৩০ জন কোভিড রোগী রয়েছেন। ১০ জন স্বাস্থকর্মীও আছেন।
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। সব রকম ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে।
উল্লেখ্য, চলতি মাসেই গুজরাতের আমেদাবদের একটি বেসরকারি হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লেগে ৮ করোনা রোগীর মৃত্যু হয়।
জানা গেছে, এক স্বাস্থ্যকর্মীর পিপিই কিটে আগুন ধরে যাওয়ার পর ছড়িয়ে পড়ে চারদিকে।