বিকাল ৫:৩৪ বৃহস্পতিবার ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম বিদেশ বৃষ্টির মধ্যে পাঁচ ঘণ্টা খোলা ম্যানহল পাহারা দিলেন মুম্বাইয়ের নারী!

বৃষ্টির মধ্যে পাঁচ ঘণ্টা খোলা ম্যানহল পাহারা দিলেন মুম্বাইয়ের নারী!

লিখেছেন sabbri sami
mumbai_durantobd
Spread the love

পশ্চিম মুম্বাইয়ের মাতুঙ্গার তুলসী পাইপ রোডে একটি খোলা ম্যানহলের সামনে পাঁচ ঘণ্টা দাড়িয়ে দায়িত্ব পালন করেছেন এক নারী। বৃষ্টির মধ্যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পথচারীদের সতর্ক করছিলেন তিনি।

কারও যেন বড় ধরনের দুর্ঘটনা না ঘটে সে দিকে খেয়াল করছিলেন। রাস্তায় দাঁড়িয়ে গাড়ি, সাইকেল, বাইক ইত্যাদি যানবাহন যাতে সেই খোলা ম্যানহলের সামনে না যান সবাই কে সাবধান করছিলেন ঐ নারী।

তার এমন দেশসেবায় সকলেই মুগ্ধ। হাতে একখানা লাঠি নিয়ে এই দিনে তিনি কোনও কর্তব্যরত ট্রাফিক গার্ডের থেকে কম ছিলেন না। তার সতর্কবার্তা লক্ষ্য করে গাড়ি, বাইক ম্যানহোল থেকে দূরত্ব বজায় রেখে যাতায়াত করছিল।

কিন্তু কতজনই বা দেশের জন্য এমন এমন কাজ করতে পারে! কতজনই বা ভাবতে পারি যে একজন সাধারণ মানুষ তার দৈনন্দিন কাজকর্মের মাধ্যমেও কোনো না কোনো উপায়ে দেশের সেবা করছেন। প্রতিটি দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব পালনই তো দেশ গড়ে। মুম্বাইয়ের এক নারী যেন সেটাই শেখালেন।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More