বলিউড অভিনেতা আমির খানের নতুন সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। অক্টোবরে শুটিং শুরু করার জন্য তুরস্কের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুমতিও মিলেছে। প্রস্তুতি নিতে এ মাসেই সহযোগীদের সঙ্গে তুরস্ক যাবেন আমির।
তার নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’৷ ছবিটি নিয়ে এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
৪০ দিন ধরে তুরস্কের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং। ‘লাল সিং চাড্ডা’ ছবিটি প্রযোজনা করছে ভায়াকম এইট্টিন মোশন পিকচার্স। ছবির গল্প লিখেছেন অতুল কুলকার্নি। পরিচালনা করছেন ‘সিক্রেট সুপারস্টার’-এর পরিচালক অদ্বৈত চন্দন।
ছবিটিতে আমিরের নায়িকা হিসেবে থাকবেন কারিনা কাপুর। ‘থ্রি ইডিয়টস’-এর পর এ ছবি দিয়ে আবারও জুটি বেঁছেধেন দুই তারকা।
চলতি বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি। সময় মেনেই চলছিল ১৯৯৪ সালের হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক ‘লাল সিং চাড্ডা’ শুটিং। করোনা পরিস্থিতির কারণে সিনেমার নির্মাণ কাজ বন্ধ ছিল।