- বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী আর নেই। রবিবার (৯ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
আলাউদ্দিন আলী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
সংগীত পরিচালক শওকত আলী ইমন তার ফেসবুক পোস্টে মৃত্যুর খবর জানান। পারিবারিকভাবেও তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
একবার যদি কেউ ভালোবাসতো, যে ছিল দৃষ্টির সীমানায়, হয় যদি বদনাম হোক আরো, সূর্যদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, বন্ধু তিনদিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না; এমন অনেক কালজয়ী গানের সুর সৃষ্টি করেছেন তিনি।