আমি গৃহিণী,
নিজ সংসারে রেঁধে বেড়ে খাই।
প্রিয় মানুষদের রসনা-বিলাসে
নিজ হাতের গুণটা ঢেলে দেই।
আমি গৃহিণী,
আজ সংসারের চৌকাঠ পেরুলে
আমার হেশেলে আগুন জ্বলবে না।
উপার্জনের পথে আমি অক্ষম নই।
আমি গৃহিণী,
সবার অসুস্থতায় অটল পাশে থাকি
নিজ লেখক সত্তাকে গুটিয়ে রেখে
অসমাপ্ত পাণ্ডুলিপিতে ধুলো জমাই।
আমি গৃহিণী,
লেখক হবো এমন স্বপ্ন লালন করি।
এরজন্য তো পড়তে হবে, জানতে হবে
আমার অবসরই আমার স্বপ্নের বাহন।
আমি গৃহিণী,
আমি চাইলেই উদ্যোক্তা হতে পারি।
চৌকাঠ পেরোনোর ক্ষমতা থাকলেও
আমি কার্নিশে বসে তোমাদের সুখ বিলাই।