পরকীয়ার টানে প্রবাসীর স্ত্রী উধাও জীবনের, ঘাত-প্রতিঘাত আর অনিশ্চয়তার পড়ে আজ সে নিঃস্ব প্রবাসী।
ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সদরপুর উপজেলার হাজীডাঙ্গি গ্রামে।
উক্ত গ্রামের কুয়েত প্রবাসী যুবক বাবুল মিয়ার স্ত্রী পরকীয়ায় আসক্ত হয়ে এলাকার আরেক যুবকের হাত ধরে পালিয়ে গেছে। সেই সাথে ওই যুবকের প্রবাস থেকে পাঠানো সর্বস্বও হাতিয়ে নিয়েছে স্ত্রী । স্ত্রী টাকা-পয়সাসহ সব কিছু হারিয়ে বাবুল মিয়া এখন পাগলপ্রায়।
জানা গেছে, উপজেলার হানিফ হাজীডাঙ্গী গ্রামের কুয়েত প্রবাসী বাবুল মিয়ার সাথে সাত বছর পূর্বে একই উপজেলার নয়রশি নতুন বাজার গ্রামের আলম শেখের কন্যার সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর বেশ কিছু দিন তাদের সুখের সংসার ভালই কাটছিল। পরে সংসারের স্বচ্ছলতার জন্য কুয়েতে পাড়ি জমান।
কুয়েত থেকে প্রতি মাসে স্ত্রীর খরচের জন্য তার শাশুড়ির নামে বিভিন্ন মাধ্যমে টাকা-পয়সা পাঠাতেন। বাবুল মিয়াও সরল বিশ্বাসে টাকা-পয়সা দিয়ে গেছেন। এরই মধ্যে স্ত্রী আলোকি আক্তার উপজেলার শোলডুবি গ্রামের শফিক বেপারীর ছেলে আলমগীর বেপারীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে।
একপর্যায় আলোকি আক্তার সুখের আশায় প্রেমিক আলমগীরের হাত ধরে অজানার উদ্যেশ্যে পাড়ি জমায়। খবর পেয়ে সম্প্রতি বাবুল মিয়া কুয়েত থেকে দেশে এসে জানতে পারেন তার স্ত্রী পরকীয়ার টানে প্রেমিক আলমগীরের হাত ধরে পালিয়ে গেছে। এতে এক বুক হতাশা আর জীবনের সর্বস্ব খুইয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েন।