আব্দুর রহিম: ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ভারতীয় মদ ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৫৮ বিজিবি।
বিজিবি সূত্রে প্রকাশ, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্থ যাদবপুর বিওপির টহলদল অভিযান চালিয়ে উপজেলার গোপালপুর মাঠের ভিতর থেকে ৮৬ বোতল ভারতীয় মদ আটক করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
অন্যদিকে, কুশুমপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার সোনাগাড়ী মোড় থেকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার ধন্যখোলা গ্রামের আকবর আলীর ছেলে মাদক ব্যবসায়ী মকলেছ উদ্দিন(২৪) কে ১০৭ বোতল ফেনসিডিলসহ আটক করে।
মহেশপুর থানার নবাগত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, উভয় ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে। আসামীকে জেল-হাজতে পাঠানো হয়েছে।