চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেস পরিবহনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফখরুল মোহাম্মদ জিহাদ পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী নৈশকোচ রয়্যাল এক্সপ্রেস আলমসাধু, পাখিভ্যান এবং মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জন মারা যায়।