জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল–২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন ও মা হামিদা মোর্ত্তজা করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন।
নড়াইলের সিভিল সার্জন মো. আব্দুল মোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মাশরাফির মা–বাবা ছাড়াও তার মামী কামরুন নাহার কুহু, ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া করোনায় সংক্রমিত হয়েছেন।
এর আগে, গত ২০ জুন মাশরাফির করোনায় পজিটিভ আসে। তার স্ত্রী সুমনা হক, শাশুড়ি হোসনে আরা, ছোট ভাই মোরসালিন, মাশরাফির স্ত্রীর বড় বোন, ভাগনির—সবাই করোনায় সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়েছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ এ শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬১১ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন। আর করোনায় আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৬৫ জন।
আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও জানান, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২০ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন।