দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে একমাসের ব্যবধানে সব ধরনের সবজির দাম দ্বিগুণ হয়েছে। এছাড়া অস্বাভাবিকভাবে বেড়েছে আদা, পেঁয়াজ, আমদানি করা শুকনো মরিচ, ধনে, তেজপাতা ও আলুর দাম। রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজারের খুচরা ব্যবসায়ী সুত্রে এই তথ্য জানা গেছে।
দাম বাড়া প্রসঙ্গে কারওয়ান বাজারের সবজির আড়তদাররা বলছেন, ঢাকার আশপাশে ও বিভিন্ন অঞ্চলে বন্যায় সবজির খেত ডুবে গেছে। যে কারণে ঢাকায় ঠিকমতো পণ্য আসছে না। চাহিদার অর্ধেক সবজি পাওয়া যাচ্ছে। যার ফলে দাম বেড়েছে সবজির।
এক মাস আগে যে আদার দাম ছিল ১০০ টাকা কেজি, এখন সেই আদা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। ২০ টাকা কেজির আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা। ২৬০ টাকা কেজির শুকনো মরিচ বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। ১০০ টাকা কেজির ধনে এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। ১০০ টাকা কেজির তেজপাতা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।