এবার হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত। শনিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়ায় সঞ্জয় দত্তকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, বুকে অস্বস্তি নিয়ে এদিন সন্ধ্যায় সঞ্জয় দত্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ওঠানামা করছে।
তিনি কোভিড সংক্রামিত কি না, নিশ্চিত হতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল। সেই রিপোর্ট নেগেটিভ আসার পর RT-PCR টেস্টের জন্য অভিনেতার সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, রবিবার সকালের মধ্যেই রিপোর্ট জানা যাবে।