আম্মা ” ডাক অতি মধুময়,
মায়ের মতো আপন জগতে কেউ নয়।
স্রষ্টার কাছে মায়ের স্থান অতি উঁচুতে,
তাইতো সন্তান দিশেহারা মা ছাড়া জগতে।
কত কষ্ট -যন্ত্রণা সহে মা, সন্তান গর্ভে নিয়ে,
মায়ের মতো প্রসববেদনা কে বলো সহে।
সন্তানের হাসিমাখা বদন দেখে, মা যে মোহিত,
সকল ব্যথা বেদনা ভুলে মা হয় আনন্দিত।
সন্তানের সুখে মা যে হয় সুখী,
গর্ভধারিণীকে কেউ কখনো করোনা দুখী।
মাতা ছাড়া সন্তান ডুবে পাথারে,
মা জগতে থাকিতে কেউ তা বুঝেনারে।
বিধি সকল মাকে দিও তুমি উচ্চ সম্মান,
এই অধমের চাওয়া তা, তুমি যে মহান।
(রানা সরকার, প্রভাষক, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ)