ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে ফেসবুকে বন্ধুর সঙ্গে ছবি দেওয়ায় আগুনে পুড়িয়ে এক গৃহবধূকে হত্যা করেছে পাষণ্ড স্বামী।
ভারতের কালনার বড়ঘড়ি এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
১০ বছর আগে বেসরকারি সংস্থার মালিক অভিজিৎ বর্মনের সঙ্গে বিয়ে হয় পায়েলের। বিয়ের পর থেকেই পায়েলের সঙ্গে দুর্ব্যবহার ও নির্যাতন করত স্বামী ও বাড়ির অন্য লোকেরা। শ্বশুরবাড়িতে পণ নিয়ে যে ক্ষোভ রয়েছে তা বুঝতে সময় লাগেনি পায়েলের।
এত কিছুর পরেও সব কিছু মানিয়ে চলতে বলেছিলেন পায়েলের বাবা-মা। এরই মধ্যে এক সন্তানের জন্ম দেয় পায়েল। কিন্তু তাতেও অত্যাচারের মাত্রা কমেনি।
কিছুদিন আগে একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয় পায়েলের। সেখানে পরিবারের কয়েকজনকে নিয়ে বন্ধুর সাথে ছবি তোলেন তিনি।
ফ্রেন্ডশিপ ডে-তে ফেসবুকে সেই ছবি পোস্ট করায় শ্বশুরবাড়িতে অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে স্বামী অভিজিৎ পায়েলের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পায়েলকে হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশী ও তার বাপের বাড়ির লোকেরা। কিন্তু ভোর রাতেই মৃত্যু হয় পায়েলের।
এই ঘটনায় শাশুড়িসহ দু’জনকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্ত স্বামী অভিজিৎ বর্মন পলাতক রয়েছে।