করোনা সংক্রমিত হয়ে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.শফিউল আলম (৫৪)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০ টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ড.শফিউল আলম গণিতের অধ্যাপক ছিলেন। তিন সন্তানের পিতা শফিউল আলম চন্দনপুরা এলাকায় বসবাস করতেন।
তার সহকর্মী ড.আমান উল্লাহ বলেন, করোনা আক্রান্ত হয়ে গত ৩ জুলাই শফিউল হাসপাতালে ভর্তি হন। কিছু দিন ধরে কিছুটা সুস্থ থাকলেও আজ রাতে তিনি মারা যান।
আমান উল্লাহ জানান,শুক্রবার জুমার নামাযের পর মিসকিন শাহ মাজারে তার জানাজা সম্পন্ন করা হবে।