করোনা সংক্রমণ ঠেকাতে সারা বিশ্ব বিভিন্ন পদক্ষেপ নিলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী ৩ নভেম্বরের মধ্যে করোনা টিকা আসতে পারে।
ট্রাম্প বলেন, বছর শেষ হওয়ার আগেই করোনা টিকা আসতে পারে। তিনি আরো বলেন, কিছু ক্ষেত্রে আগামী ৩ নভেম্বরের আগেই হয়তো সেটা সম্ভব। তবে সময়টা এর ঠিক নিকটেই।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনিস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ড. অ্যান্থনি ফাউসি বলেছেন, চলতি বছরে হয়তো একটি টিকা বাজারে আনা সম্ভব যেটি কার্যকর বলে প্রমাণিত হতে পারে।
ট্রাম্প প্রশাসনের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত করোনার টিকা বাজারে নিয়ে আসতে গিয়ে ক্লিনিক্যাল টেস্ট ছাড়াও অন্যান্য পরীক্ষার সময় কমানো হবে না।