যমুনায় পিকনিকের নৌকাডুবি, নিখোঁজ ৫ জনের এখনো সন্ধান মেলেনিসিরাজগঞ্জের যমুনা নদীতে পিকনিকের নৌকা ডুবিতে নিখোঁজ এর ২৪ ঘন্টা পার হলেও এখনো সন্ধান মেলেনি নিখোঁজ ৫ জনের।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মঞ্জিল হক জানায়, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ৫ সদস্যদের ডুবুরি দল দ্বিতীয় দিনের মত নৌকা ডুবির স্থানে উদ্ধার অভিযান চালায়। নদীতে প্রবল স্রোত আর ঢেউ এর কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়। তবে পরবর্তিতে আবহাওয়া পর্যবেক্ষণ করে আবারো উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এছাড়া সকাল থেকেই নদীতে নৌকা নিয়ে নিখোঁজদের সন্ধান করছে স্বজনেরা।
উল্লেখ্য, বুধবার সকালে টাঙ্গাইল জেলার গোপালপুর থেকে ২২ জন যাত্রী নিয়ে একটি পিকনিকের নৌকা সিরাজগঞ্জের ৪ নং ক্রসবাধ এলাকায় আসে। সেখান থেকে বিকেলে নৌকাটি বঙ্গবন্ধু সেতু এলাকায় গেলে নদীর প্রবল স্রোতে নৌকাটি মাঝখানে ভেঙ্গে পানিতে তলিয়ে যায় যাত্রীরা। পরে অন্য দুইটি নৌকা এসে ১৭ জন কে উদ্ধার করা গেলেও ৫ জন কে খুঁজে পাওয়া যায় না। নিখোঁজরা হলো মারুফ, মিজান, হাসি, শরীফ এবং শাহদৎ। এদের সকলের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়।