রাত ২:৩৫ বুধবার ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম দুরন্ত-চুয়াডাঙ্গা জীবননগরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

জীবননগরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

লিখেছেন dipok dip
jibonnogar_durantobd
Spread the love

এ,আর,ডাবলু: চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি

মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর বিট পুলিশ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬আগষ্ট) সকাল সাড়ে ১০টার সময় জীবননগর থানা পুলিশের আয়োজনে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে মনোহরপুর ইউনিয়ন পরিষদের হলরুমে মনোহরপুর ইউনিয়ন এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল।

উদ্বোধন শেষে সারাদেশে করোনায় পুলিশ সদস্যসহ যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফেরদৌস ওয়াহেদ,জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আহসান হাবীব, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, জীবননগর থানার কর্মকর্তা কর্মচারীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে মোট ১১টি বিট পুলিশিং কার্যালয় থাকবে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল বলেন, পুলিশের একার পক্ষে সব অপরাধ দমন করা সম্ভব নয়, দরকার জনগণের আন্তরিকতা ও সহযোগিতা। যে কোন অপরাধের তথ্যাদি নির্ভয়ে আমাকে জানান,আপনাদের জন্য আমার ফোন দিন রাত ২৪ ঘণ্টা খোলা থাকবে।

 

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More