নেত্রকোনায় হাওরে নৌকা ডুবে শিশুসহ ১৭ জনের মৃত্যুর হয়েছে।
বুধবার (০৫ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে মদনের উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাদের লাশ উদ্ধার করা হয়েছে; তারা ময়মনসিংহের কোণাপাড়া এলাকার একটি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী। পানি দেখতে ট্রলার ভাড়া করে তারা হাওরে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ঢেউ বেষ্টিত হাওর উত্তাল থাকায় একপর্যায়ে গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামেররা জাসইল কান্দায় ডুবে যায়।
মদনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।