লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। অন্যদিকে আহত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। বুধবার (০৫ আগস্ট) লেবানন রেড ক্রসের এক কর্মকর্তা হতাহতের এ তথ্য জানিয়েছেন।
জর্জ কেত্তানেহ নামের ওই কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এপি জানিয়েছে, বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার শহরের বন্দর এলাকার ওই বিস্ফোরণে পুরো বৈরুত শহর কেঁপে ওঠে, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর অনেক ভবন। বিস্ফোরণের কয়েক কয়েক ঘণ্টা পরেও অ্যাম্বুলেন্সগুলোকে দেখা যায় আহতদের বহন করতে। আগুন নেভাতে ব্যবহার করা হয় সেনাবাহিনীর হেলিকপ্টার।
তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
বৈরুতের গভর্নর মারওয়ান আবদৌদ ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, ‘বৈরুত একটি বিধ্বস্ত শহর।’
বিস্ফোরণে হতাহতের ঘটনায় বুধবার লেবাননে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব।