নিয়ম ভঙ্গ করে উল্টো পথ দিয়ে ফেরিতে ওঠার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত গাড়ি ফিরিয়ে দিলেন গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশিকুর রহমান।
গাড়ি ফিরিয়ে দেওয়ার পর নিয়মানুযায়ী সিরিয়াল ধরে তার গাড়ি নদী পারের জন্য ফেরিতে ওঠেন। পরে মোয়াজ্জেম হোসেন আলাল প্রতিনিধি পাঠিয়ে ওসিকে সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য তাকে ধন্যবাদ জানান।
বুধবার (৫ আগস্ট) দুপুর দেড়টার সময় দৌলতদিয়া ফেরি ঘাটের ৫ নং পল্টুনে এই ঘটনা ঘটে। মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত গাড়ি নং ঢাকা মেট্রো- চ- ৫১৮৩৯২। গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশিকুর রহমান বলেন, দৌলতদিয়া ঘাট দিয়ে কোন ভিআইপি নদী পারাপার নেই। তারপর আবার সে উল্টো পথে অর্থাৎ সিরিয়াল না মেনেই ফেরিতে উঠার জন্য তিনি গাড়ি অন্যপাশ দিয়ে ঢুকিয়েছিলেন। আমি আমার ওপর অর্পিত দায়িত্বই পালন করেছি মাত্র।
নিয়ম অনুসারে ফেরিতে ওঠে তিনি তার প্রতিনিধি দিয়ে ওসি’র এই দায়িত্ব পালনের জন্য ওসিকে ধন্যবাদ জানান মোয়াজ্জেম হোসেন আলাল।