ঝালকাঠির ফুটপাতের সেই নারী মুচি সবিতা দাসকে পুনর্বাসিত করলেন ঝালকাঠির এক আলোকিত যুবক ছবির হোসেন। ফুটপাত থেকে তুলে এনে সবিতাকে দেয়া হয়েছে সাজানো দোকান ঘর সাথে বিক্রির জন্য নতুন সুতা-স্যান্ডেল। বুধবার সকালে সবিতার হাতে তুলে দেয়া হয় সাজানো দোকানের চাবি।
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের চামটা গ্রামে বংশ পরম পরায় বসবাস করছে একটি রবিদাস (মুচি) সম্প্রদায়। বাবা প্রয়াত হওয়ার পর এ পরিবারের সন্তান সবিতা নারী হয়েও জীবিকার তাগিদে রাস্তার পাশে ফুটপাতে বসে অন্যের জুতা স্যান্ডেল মেরামত করে ১২ বছর ধরে সংসার চালিয়ে আসছিলেন। এ নিয়ে খবর প্রচারিত হলে শহরের ব্যবসায়ী ও সমাজ সেবক ছবির হোসেন এগিয়ে আসেন। তিনি এক লাখ টাকা ব্যয় করে একটি দোকান ঘর তুলে দেন। সাথে নতুন জুতা-স্যান্ডেল কিনে ব্যবসা করার জন্য সবিতাকে পুর্নবাসিত করেন।
আলোকিত এই সমাজ সেবক ছবির হোসেন বলেন, সাংবাদিক বন্ধু পলাশ রায়ের মাধ্যমে খবর পেয়ে সবিতাকে একদিন দেখতে যাই। গিয়ে দেখি দুপুরে খাবার খাওয়ার টাকাও রোজগার করতে পারেনি সবিতা। দেখে খুবই কষ্ট পাই। নিজের বিবেকের তাড়নায় সবিতাকে একটি দোকান ঘর কিনে তাতে মালামাল উঠিয়ে দিয়েছি। এখন নিশ্চিন্তে সে ব্যবসা করে রোজগার করতে পারবে সবিতা, বলেন ছবির হোসেন।
এদিকে, ফুটপাত থেকে উঠে এসে নিজের নতুন দোকান আর নতুন জুতার স্যান্ডেল পেয়ে কৃতজ্ঞা প্রকাশ করে সংগ্রামী এই নারী।