তিমির রাত্রিবেলা
জোনাকিরা করে খেলা
ভাঙ্গলো আমার ঘুম
হয়নি এখনো বেলা
তিমির রাত্রিবেলা
স্বপ্নেরা চড়ে ভেলা
কখনো মেলে ডানা
উড়ে উড়ে করে খেলা
তিমির রাত্রিবেলা
আকাশ ছোঁয়া সব স্বপ্নরা
হয়ে উঠে আরেক জীবন
মনকে নিয়ে করে খেলা
তিমির রাত্রিবেলা
স্বপ্ন ভেঙ্গে জেগে উঠে ভাবি
দুই জীবনের এ কোন খেলা
মনের ভেতর দোলে
সত্যের টানাপোড়া
এসব ভাবনায় ঘুম আসেনা আর
লাগেনা চোখের পাতা
নানা প্রশ্নের ভেলায় চড়ে যাত্রা করি
তিমির রাত্রিবেলা।