ট্রেনে কাটা পড়ে চুয়াডাঙ্গায় সফুরা খাতুন (৫০) নামের এক নারী মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার উথলী স্টেশনের কাছে ঘোড়ামারা রেলগেটে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সফুরা খাতুন উথলী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী। তিনি নিজের পোষা ভেড়া বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়েন।
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গার স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ওই নারী খুলনা থেকে চিলাহাটিগামি রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এ ব্যাপারে ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।