নর্দার্ন আয়ারল্যান্ডের বিশিষ্ট রাজনীতিবিদ শান্তিতে নোবেলজয়ী জন হিউম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
সোমবার সকালে লন্ডনডেরির একটি নার্সিং হোমে তিনি মারা যান বলে নিশ্চিত করেছে তার পরিবার।
আয়ারল্যান্ডের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস এবং উত্তর আয়ারল্যান্ড শান্তি প্রক্রিয়ার স্থপতিদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন জন হিউম। তিনি সোস্যাল ডেমেক্রেটিক অ্যান্ড লেবার পার্টির প্রতিষ্ঠাতাদের একজন।
১৯৯৮ সালে গুড ফ্রাইডে শান্তি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জন হিউম। ওই বছরই তিনি উলস্টার ইউনিয়নবাদী পার্টি নেতা ডেভিড ট্রিম্বলের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান।