মসজিদ কমিটিকে কেন্দ্র করে মুক্তার হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে ও শাবল দিয়ে আঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা।
ঘটনাটি ঘটেছে জামালপুর সদর উপজেলার রনরামপুর কপালীপাড়া গ্রামে।
সোমবার (৩ আগস্ট) বিকাল ৩টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন সদর উপজেলার কপালীপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।
এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার জানান, সদর উপজেলার রনরামপুর কপালীপাড়া গ্রামে নতুন জামে মসজিদের কমিটি নিয়ে প্রতিবেশী আব্দুল মজিদ ও তার তিন ছেলের সঙ্গে বিরোধ চলছিলো মুক্তার হোসেনের।
এরই জের ধরে সোমবার দুপুরে মসজিদের পাশেই তাকে পিটিয়ে ও শাবল দিয়ে আঘাত করে গুরুর আহত করে। পরে আহত অবস্থায় মুক্তারকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।