হাওরাঞ্চল নেত্রকোনার মদন উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে বিষ হাতে এক কিশোরীর (১৯) অনশনে বসার খবর পাওয়া গেছে।
অনশনের খবর শুনে পলাতক রয়েছে প্রেমিক রুমেল।
রবিবার (২ আগস্ট) সকালে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা গ্রামে এমন ঘটনার খবর পেয়ে উপজেলা ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহমেদ কিশোরীকে নিজের হেফাজতে নিয়ে আসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা গ্রামের মেনু ভূঁইয়ার ছেলে রুমেলের সাথে একই ইউনিয়নের তিয়শ্রী (উত্তর পাড়া) গ্রামের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ৮ বছর আগে একটি বিবাহের অনুষ্ঠানে পরিচয়ের মাধ্যমে তারা একে অন্যের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। দীর্ঘদিন প্রেম করার পর গত কয়েকদিন যাবত প্রেমিক রুমেলকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করেন ওই কিশোরী। এরমধ্যে কিশোরীর পরিবার থেকে বিয়ের প্রস্তাব দিলে প্রেমিক রুমেলের পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
রুমেলের পরিবার এ সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিকা রবিবার সকাল থেকে কীটনাশক জাতীয় বিষ হাতে নিয়ে রুমেনের বাড়ির সামনে অনশন শুরু করে।
এ ব্যাপারে অনশনকারী কিশোরী জানায়, আমার সাথে রুমেলের দীর্ঘ ৮ বছরের সম্পর্ক। সে আমাকে বিয়ে করতে চাইলেও তার পরিবার মেনে না নেয়ায় নিরুপায় হয়ে তার বাড়িতে চলে এসেছি। তার পরিবার বিয়ে না দিলে আমি আত্মহত্যা করবো। এর জন্য দায়ী থাকবে রুমেলের পরিবারের লোকজন।
রুমেলের বড় ভাই রাসেল জানান, আমার পরিবারকে ফাঁসানো হয়েছে। এটি একটি চক্রান্ত। ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ জানান, আমি শুনেছি ধুবাওয়ালা গ্রামে বিয়ের দাবিতে অনশন করেছে। বর্তমানে মেয়েটি উপজেলা ভাইস চেয়ারম্যানের হেফাজতে রয়েছে