করোনা সংক্রমণের কারণে আবারও পশ্চিমবঙ্গে লকডাউন বর্ধিত হচ্ছে। করোনা সংক্রমণ রুখতে চলতি অগস্ট মাসে প্রতি সপ্তাহে দু’দিন করে রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে মাসের বাকি সপ্তাহগুলিতে দু’দিনের লকডাউনের সিদ্ধান্ত বহাল থাকলেও দ্বিতীয় সপ্তাহের ক্ষেত্রে তা ছাড় দেওয়া হয়েছে। ফলে ১০ অগস্ট থেকে ১৬ অগস্টের মধ্যে কোনও সম্পূর্ণ লকডাউন থাকছে না রাজ্যে। সোমবার সন্ধ্যায় নবান্ন থেকে এই সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করা হয়।
রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুসারে ৫ অগস্ট, ৮ অগস্ট, ২০ অগস্ট, ২১ অগস্ট, ২৭ অগস্ট, ২৮ অগস্ট এবং ৩১ অগস্ট রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন থাকবে। বিভিন্ন মহলের আবেদনের পরিপ্রেক্ষিতে উৎসব এবং স্থানীয় সামাজিক প্রথার কথা মাথায় রেখে এই তারিখ পরিবর্তন করা হল বলে নবান্ন থেকে প্রকাশিত মুখ্যসচিবের স্বাক্ষরিত নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
গত মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগস্ট মাসের লকডাউনের একটি তালিকা দিয়েছিলেন। যেখানে বলা হয়েছিল,২ ও ৫ অগস্ট, ৮ ও ৯ অগস্ট, ১৬ ও ১৭ অগস্ট, ২২ ও ২৩ অগস্ট এবং ২৯ ও ৩০ অগস্ট রাজ্যজুড়ে লকডাউন হবে। রাতের মধ্যেই সেই তারিখ প্রথমবার পরিবর্তন করা হয়। ওই দিন রাতেই রাজ্য স্বরাষ্ট্র দফতর ট্যুইট করে জানায়, ধর্মীয় অনুষ্ঠানের কথা মাথায় রেখে, সাধারণ মানুষের ভাবাবেগের বিষয়টিকে গুরুত্ব দিয়ে ২ ও ৯ অগস্ট হচ্ছে না লকডাউন। বাকি দিনগুলি অপরিবর্তীত থাকছে। লকডাউনের অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকবে বলেও উল্লেখ করা হয়েছিল। এই ঘোষণার এক সপ্তাহের মধ্যে ফের লকডাউনের তারিখ পরিবর্তন করল রাজ্য সরকার।
সুত্র: এই সময়।