দেশে বেশ আলোচিত নাম হিরো আলম। মহল্লার আলাপ থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন ইস্যুতে তিনি আলোচনায় থাকেন বছর জুড়ে। ঈদের আগেও বেশকিছু কারণে হিরো আলম নামটি ছিলো আলোচনার তুঙ্গে।
রাজনীতিতে শুরু করে মিডিয়া পাড়া সকল স্থানে সমান সক্রিয় বগুড়ার এক নিভৃত গ্রাম থেকে উঠে আসা আলম। এবার ঈদটি হিরো আলম কাটিয়েছেন তার নিজ এলাকার দুস্থদের সঙ্গে।
সোমবার (৩ আগস্ট) সকল বয়সী দুস্থদের মধ্যে তিনি ঈদের খাবার বিতরণের ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুকে। তিনি ক্যাপশনে লেখেন, “এবারে ঈদ কাটালাম গরিব দের মাঝে।”