আবারও ভারি বৃষ্টিপাতে ভূমিধ্বসে নেপালে নির্মাণ শ্রমিকসহ প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন নির্মাণ শ্রমিক আর দু’জন স্থানীয় বাসিন্দা। রবিবার স্থানীয় সময় রাত ৩টায় ভূমিধ্বস হয়।
এ বিষয়ে মেলাচি পৌরসভার ডেপুটি মেয়র ভগবতী নেপাল জানান, কাঠমুন্ডু থেকে উত্তরে ৫০ কিলোমিটার দূরের ছোট এই শহরে হতাহতের এ ঘটনা ঘটে। শ্রমিকরা সেখানে একটি কমিউনিটি হল তৈরি করছিলেন। যখন ভূমিধ্বস হয় তখন শ্রমিরা ঘুমিয়েছিলেন তাদের জন্য তৈরি অস্থায়ী ভবনে।
‘মারা যাওয়ার শ্রমিকদের মধ্যে কয়েকজন ভারতের নাগরিক রয়েছেন। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ভারতীয় এক শ্রমিককে উদ্ধারের পর হেলিকেপ্টারে করে কাঠমুন্ডুতে নেয়া হয়েছে।