করোনা পরীক্ষা কম করলে আক্রান্ত ও কম হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এক টুইটার বার্তায় তিনি এ মন্তব্য করেন।
টুইটারে ট্রাম্প বলেছেন, আমাদের আরও আক্রান্ত রয়েছে। কারণ আমরা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি পরীক্ষা করছি। এর মধ্যে আমরা ৬০ লাখের মতো মানুষের করোনা পরীক্ষা করেছি। আমরা যদি পরীক্ষা কম করি, তাহলে আক্রান্তের সংখ্যাও কমে আসবে। ইতালি, ফ্র্রান্স ও স্পেন কিভাবে কমালো? আমাদের বেশির ভাগ গভর্নর কঠোর এবং স্মার্টলি কাজ করেছেন। আমরা আবার শক্তিশালী হয়ে ফিরে আসবো।