বিশ্বজুড়ে চলমান করোনা সংক্রমণে দক্ষিণ আমেরিকায় এখন পর্যন্ত দুই লাখ ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা। বিশ্বের অন্যতম করোনা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থলে রূপ নিয়েছে এই অঞ্চলটি। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
এছাড়াও যুক্তরাষ্ট্রের পরেই প্রাণহানিতে এগিয়ে আছে ব্রাজিল ও মেক্সিকো। আঞ্চলিকভাবে মহামারিতে যত মানুষ মারা গেছেন, তাদের প্রায় ৭০ শতাংশই এই দুই দেশে ঘটেছে।
নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের মাধ্যমে ভাইরাসের বিস্তার রোধে দক্ষিণ আমেরিকার এই দুই দেশ ব্যাপক চেষ্টা করছে। তারা তাদের অর্থনীতি সচলে চেষ্টা চালাচ্ছে। যদিও সংকটের কারণে তাদের অবস্থা বিপর্যয়ের মধ্যে রয়েছে।
ব্রাজিলের হিসাব বলছে, চলতি সপ্তাহের প্রথম দিকে দেশটিতে দেড় হাজারের বেশি মানুষ মারা গেছেন। শনিবার সেখানে এক হাজার ৮৮ জনের মৃত্যু হয়।
আর মেক্সিকোয় শনিবার ৭৮৪ জনের প্রাণহানি হয়। দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলোও করোনা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে অনবরত।