প্রায় ২৪ ঘণ্টা প্রবল স্রোতের কারণে বন্ধ থাকার পর আবারও শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।
তবে পুরোপুরি চালুর বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ শনিবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট পরিদর্শনে এসে এ কথা বলেন মন্ত্রী।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, এইটা একটা টেকনিক্যাল বিষয়। এখন একজন টেকনিক্যাল ব্যক্তির সাথে আলোচনা করে পরবর্তীতে কী করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। আপাতত ফেরিটা পরীক্ষামুলক চালু করা হবে।
এর আগে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত তিন নম্বর ফেরিঘাট ও পদ্মাসেতুর কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডের ভাঙন এলাকা ঘুড়ে দেখেন তিনি। এছাড়া পদ্মাসেতুর কন্সট্রাকশন ইয়ার্ড সম্পর্কে সংশ্লিষ্টদের সাথে আলোচনাও করেন।
এদিকে ঈদের দিনেও স্বাভাবিক রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। তবে এ রুটে ১৬টি ফেরি চললেও, চাপ না থাকায় ১৩টি চলাচল করছে।