চলমান করোনা সংক্রমণের কারণে এবার বাংলাদেশসহ ৭টি দেশ থেকে সরাসরি কুয়েতে প্রবেশ নিষিদ্ধ করেছে কুয়েতের বিমান চলাচল কর্তৃপক্ষ। বাংলাদেশ ছাড়াও অন্য ছয়টি দেশ হলো ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ফিলিপাইন, ইরান এবং নেপাল।
দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ওই ৭টি দেশে যারা গত ১৪ দিন অতিবাহিত করেছে, তাদের কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে দেশটির নাগরিকদের জন্য এসব প্রযোজ্য নয়।
এসব দেশের নাগরিকরা যদি প্রবেশাধিকার রয়েছে এমন অন্য কোনো দেশ থেকে কুয়েতে প্রবেশ করতে চায় তাহলে তারা নির্দিষ্ট নিয়মাবলী মেনে কুয়েতে প্রবেশ করতে পারবে।
তার মানে দাঁড়ায় নিষিদ্ধ হওয়া দেশগুলোর নাগরিকরা যদি অন্য দেশে ভ্রমণ করতে পারে এবং ১৪ দিন অতিবাহিত করে এবং যদি তাদের কাছে পিসিআর সার্টিফিকেট থাকে যে তারা করোনাভাইরাস নেগেটিভ এবং নির্ধারিত স্বাস্থ্যবিধিগুলো অনুসরণ করেছে তাহলে তারা কুয়েতে প্রবেশ করতে পারবে।
গত মাসে, কুয়েত আংশিকভাবে আগস্ট থেকে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা করেছিল, তবে পুরোপুরি সবকিছু চালু করতে ১ বছর লেগে যাবে বলেও জানিয়েছিলো। করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশটির বিমান চলাচলে স্থগিতাদেশ ধীরে ধীরে তোলা হচ্ছে।