তীব্র স্রোত ও পদ্মার ভাঙনের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে ঈদে বাড়ি ফেরা মানুষ।
পারাপার অপেক্ষায় শিমুলিয়া ফেরিঘাট এলাকায় আটকা পড়েছে ৫ শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন।
বিআইডব্লিউটিসি সূত্র জানা গেছে, পদ্মার ভাঙন ও তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে বন্ধ করে দেয়া হয়েছে এই নৌ-রুটের সকল নৌযান। ফলে চরম দুর্ভোগে পড়েছে এই নৌ-রুটের হাজারো যাত্রী।
ফেরি সার্ভিস বন্ধের বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক প্রফূল্য চৌহান জানান ,কদিন ধরে পদ্মায় তীব্র স্রোতের পাশাপাশি ভাঙন দেখা দিয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে রাতে ফেরি সার্ভিস বন্ধ রাখতে হয়। আশা করা যাচ্ছে শনিবার সকালে ফেরি সার্ভিস পুনরায় চালু করা যেতে পারে। এ অবস্থায় এই রুটে ঈদে বাড়ি ফেরা মানুষ ভোগান্তির সম্ভাবনা রয়েছে।