বাংলাদেশ কমিউনিটির নেতৃত্বে দূতাবাসের সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে গ্রীসের রাজধানী এথেন্সের প্রাণকেন্দ্রে প্লাতিয়া কুমুদুরুর মাঠে।
দেশটির সরকারের অনুমতি সাপেক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন হাফেজ জামিল।
নামাজে গ্রিস প্রবাসী সকল রাজনৈতিক, সামাজিক ও কূটনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নামাজ আদায় করা হয়েছে। প্রবাসীরা সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল আযহার নামাজ আদায় করেন।
নামাজ পরবর্তী গ্রীসে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত জসীমউদ্দিন প্রবাসীসহ সকল মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ বাংলাদেশের সকল শ্রেণি পেশার মানুষের জন্য দোয়া ও শুভ কামনা এবং ঈদুল আজহার শুভেচ্ছা জানান।