রাজধানীর মিরপুরের ভাষানটেক বস্তির পাশের গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় ভাষানটেকের জামালটেক বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আকতার জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।