বরিশালে পিতা কর্তৃক নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে নির্যাতিতার মা। এ ঘটনায় পলাতক রয়েছে পিতা। সেইসাথে এ ঘটনায় যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে নগরীর কাউনিয়া থানায় কন্যাকে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। তারা নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুর এলাকার ১৭নং রোডের বাসিন্দা। নির্যাতিতা স্থানীয় একটি মাদরাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা নিজ বাসায় বুধবার বিকালে তাকে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়।
মেয়ের চিৎকারে মা পাশের রুমে গিয়ে নিজেই ঘটনাটি দেখে ফেলেন। দেখে ফেলার অপরাধে মাকে ব্যাপক মারধর করা হয়। পরে বৃহস্পতিবার মা ও মেয়েকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে নির্যাতিতার বাবা পালিয়ে যায়। বিকালেই এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়। নির্যাতিতা ও তার মাকে রাতে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।