এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিল অস্ট্রেলিয়ার এক জিরাফ। ‘ফরেস্ট’ নামের এই জিরাফটি এখন উচ্চতায় সবার থেকে বড়। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে ফরেস্টকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডে বিরওয়া চিড়িয়াখানার বাসিন্দা ফরেস্টের উচ্চতা দোতলা বাড়ির সমান, ১৮ ফুট ৮ ইঞ্চি। ফরেস্টই এখন জীবিত জিরাফদের মধ্যে সব থেকে লম্বা। গত বছর ৪ ডিসেম্বর ফরেস্টের উচ্চতা মাপা হয়। তারপর তা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কর্মকর্তারা খতিয়ে দেখেন। সম্প্রতি তাদের সাইটে সেই ঘোষণা করা হয় এবং ফরেস্টের বাসস্থানে প্রসংশাপত্রও পৌঁছে দেওয়া হয়েছে।