কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর তীর এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।
তিনি জানান, তারা জানতে পারে নাফনদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে। এমন তথ্য পেয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদরের নোয়া পাড়া বিএসপির পার্শ্ববর্তী অস্থায়ী বিজিবির ডিউটি পোষ্টের নিকটস্থ কেওড়া বাগান সংলগ্ন এলাকায় টহল দেন।
কিছুক্ষণ পরে টহলদলের সদস্যরা দেখতে পান দুইজন ব্যক্তি সাঁতরিয়ে মিয়ানমার হতে বাংলাদেশের সীমানায় কেওড়া বাগান সংলগ্ন নাফ নদীর তীর হতে কূলে উঠে আসছে। দূর থেকে মাদক কারবারিরা টহলদলের উপস্থিতি বুঝতে পেরে ইয়াবার একটি বস্তা কাঁদা মাটিতে পুতে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে মাটিতে পুতে রাখা বস্তাটি উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত বস্তার ভিতরে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। যার সম্ভব্য মূল্য হতে পারে ৩ কোটি ৯০ লাখ টাকা।