বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রথম ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়। একদিন আগেই শেষ হয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। আবার আগস্টের পাঁচ তারিখ থেকে পাকিস্তানের সঙ্গে টেস্ট খেলবে ইংল্যান্ড। ওয়ানডের জন্য তারা তাই বেছে নিয়েছে পুরো ভিন্ন এক দল। টেস্টের কেউই নাই ওয়ানডে স্কোয়াডে।
বিশ্বচ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন যথারীতি ইয়ন মর্গান। দলে আছেন জেসন রয়, জনি বেয়ারস্টো, মইন আলীরা। এছাড়াও ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছেন জো ডেনলি, জেমস ভিন্স, স্যাম বিলিংস। বোলিংয়ে টম কারান, আদিল রাশিদদের সঙ্গে আছেন সাকিব মাহমুদ, রিস টপলি আর ডেভিড উইলি। এদিকে, বালবির্নির নেতৃত্বে আয়ারল্যান্ডও নিয়ে এসেছে পুরো শক্তির দল।