কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চার ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাতে হোয়াইক্যংয়ের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুটি এলজি এবং গুলি উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, মঙ্গলবার ভোরে ইয়াবা ব্যবসায়ীরা মিয়ানমার থেকে ইয়াবা পাচার করে নিয়ে আসে টেকনাফের হোয়াইক্যং খারাংখালি সীমান্তে। এ সময় ইয়াবার ভাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
তখন পুলিশকে লক্ষ্য করে গুলি করে ইয়াবা কারবারিরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে আনোয়ার, মো: ইছমাইল, নাছির এবং আনোয়ার হোসেন নামের চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, পুলিশ গুলিবিদ্ধ ৪ জনকে হাসপাতালে নিয়ে এলে তাদের মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।